দশ দিগন্ত

আমাদের জাতীয় ক্রিকেট টিম ও জাতীয় ফুটবল টিম বর্তমান সময়ে যেই রকম খেলা দেখাছে আমারা তাতে বেশি খুশি হতে পারছি না।মন থেকে বলছি আপনারা যদি খেলতে না চান অথবা খেলা জানেন না , দয়া করে খেলোয়াড় সুলভ আচরণ করবেন না। এতে করে আপনাদের উপর থেকে আমাদের মন উঠে যাবে। তাই বলছি সময় থাকতে এই সন্মান জনক পেশা থেকে চলে জান। যারা মন থেকে খেলতে চায় দয়া করে তাদের জন্য আপনাদের মূল্যবান জাইগা টি ছেড়ে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করবে।
আপনাদের যেই রকম পেরফরমেঞ্চে আমরা অবাক, আর চাই না অবাক হতে। আপনাদের খেলা দেখার পর কোন খেলা ভাল লাগে না। দয়া করে আমাদের খেলা দেখার মুড নষ্ট করবেন না।আজ কোন কাজ ছিল না তাই বসে চ্যানেল পরিবর্তন করতে করতে ভারত v ওয়েস্ট ইন্দিসে এর খেলা চোখে পড়লো , আমি তো শেওাগ এর খেলা দেখে আমার মাথা খারাপ হয়ে গেলআমি মনে করছি এটা কোন খেলা না, যেন একটা ভুমিকম্প ।
যাই হোক আপনাদের যদি কোন কাজ না থাকে তবে শেওাগ এর ভুমিকম্প দেখতে পারেন, মনে হই না কোন কাজে দিবে। তবুও বলব দেখুন। আপানরা বিশ্বাস করুন বা নাই করুন আমারা সাধারন মানুষ আপনাদের কাছে কোন বড় কিছু চাই না, শুদু চাই একটু মনোযোগ দীয়ে খেলুন।
আপনাদের একটা জয় মানে সারা পৃথিবী জয় করা নই, আমারা চাই আপনারা যেন সারা বছর এই জরের ধারা টা  ধরে রাখেন । আর যদি মনে করেন পারবেন না,তবে আপনাদের তো মামা, চাচা এর কোন অভাব নাই । তাদের ধরে একটা জব এর বেবস্থা করে নিন।
ভয় পাবেন না, যদি রাস্তাএ দেখা হয় আমারা কিছু করবো না। সালাম দিয়ে চলে যাব । আমাদের জন্য দয়া করে এই কাজ টা করেন। আপনারা এক এক একটা বড় বড় কোথা বলবেন আর কাজের সময় নানা রকম অজুহাত দেখাবেন টা আর চলবে না।
আমার এই লিখা যদি কারো কাছে খারাপ লাগে, দয়া করে মাফ করবেন। অনেক রাগ করে এই কথা গুলো লিখছি । তাই মাথা ঠিক নাই। আর কতো দিন এই রকম চলবে। এর কি কোন শেষ নেইএই ভাবে কি খেলা চলে, হার এর পর হার তাদের কি লজ্জা লাগে না? আমাদের তো লাগে। যখন শুনি বাংলাদেশ আজ কে আবার ও হেরেছে তখন এতো খারাপ লাগে টা কোন ভাষা দিয়ে বোজানো যাবে না।
আশা করবো এক দিন আমাদের দেশ ভাল করবে, তখন হয়ত আমরা র থাকব না। আমাদের পরবর্তী প্রজন্ম টা দেখে গর্বিত বোধ করবে।
সেই আশা বেক্ত করে আমার কথা শেষ করলাম।